সপ্তাহের সিনেমাঃদেশে বিদেশের সিনেমা ইন্ডাস্ট্রি গুলোতে আজ মুক্তি পেয়েছে অনেক অনেক সিনেমা।তার মধ্যে উল্লেখযোগ্য গুলো এখানে তুলে ধরা হলো।
ঢালিউডঃ– আজ ১৮ই মার্চ বাংলাদেশের কোন ছবি নতুন করে পেক্ষাগৃহে মুক্তি পায় নাই।প্রতি সপ্তাহে নতুন ছবির পেক্ষাগৃহে মুক্তি এই চল ঢালিউডে অনেক দিন ধরেই অনুপস্থিতি।গত সপ্তাহের মুক্তিপাওয়া পরিমনী-রাজের গুনিন এই সপ্তাহে পেক্ষাগৃহে চলবে।
বলিউড
বচ্চন পান্ডেঃ-বলিউডে আজ মুক্তি পাচ্ছে ফরহাদ সামজির পরিচালনায় অক্ষয় কুমারের সিনেমা বচ্চন পান্ডে।ছবিটি ২০১৪ সালে মুক্তি পাওয়া তামিল ছবি জিগারঠান্ডা মুভির রিমেক।একশন কমেডি ঘড়ানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন,জ্যাকলিন ফার্নান্দেজ,আরসাদ ওয়ার্সি সহ আরো অনেকেই।
জলসা(অনলাইনে মুক্তি)- ওটিটি প্লার্টফর্ম অ্যামাজন প্রাইমে আজ মুক্তি পাবে বিদ্যাবালান অভিনীত সিনেমা জলসা।ছবির পারিচালনার দায়িত্বে আছেন সুরেশ ট্রিভেনি।জলসা থ্রিলার ড্রামা ঘড়ানার সিনেমা।
হলিউডঃ-হলিউডে আজ ১৮ই মার্চ মুক্তি পাবে ইংরেজি সিনেমা “এম্বুল্যান্স”।মাইকেল বে পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেক গিলেনহাল, ইজা গঞ্জালেজ, ইয়াহিয়া আব্দুল মতিন এবং গ্যারেট ডিলাহন্ট।২ ঘন্টা ১৬ মিনিটের এই ছবিটি মুলত ক্রাইম একশন থ্রিলার।
সাউথ ইন্ডিয়ান সিনেমাঃ
তেলেগুঃ দক্ষিন ভারতের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি তেগেগুতে আজ মুক্তি পাচ্ছে চারটা সিনেমা।ছবিগুলো হচ্ছে ” নালামালা”,স্ট্যান্ডআপ রাহুল,ডিরেক্টর,সামহারী।
তামিলঃতামিল সিনেমা ইন্ডাস্ট্রি তে আজ মুক্তি পাচ্ছে তিনটি ছবি।সিনেমাগুলো যথাক্রমে যুথা সাথাম,কুথিরাইভাল এবং কল্যান।
কন্নরঃকন্নর ইন্ডাস্ট্রিতে গতকাল মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত কন্নর সুপার স্টার পুনিত রাজকুমারের সিনেমা জেমস।থ্রিলার এডভেঞ্চার এই সিনেমাটি পুনিত রাজকুমারের শেষ ছবি যার পরিচালনার দায়িত্বে ছিলেন চেতান কুমার।