ডিসি কমিকসের বিখ্যাত চরিত্র ব্যাটম্যান আবার রুপালি পর্দায়।আগামী মাস মার্চের চার তারিখে দুনিয়া জুড়ে মুক্তি পাবে ব্যাটম্যান সিরিজের পরবর্তী ছবি দ্য-ব্যাটম্যান।মজার বিষয় হচ্ছে আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই মানে মার্চের ৩ তারিখে বাংলাদেশের পেক্ষাগৃহে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
সেন্সর ছাড় সাপেক্ষে ৩ মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।
ইতোমধ্যেই টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে গত ২৪ তারিখ থেকে অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
প্রায় চার মাস আগে পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স এর অফিশিয়ালি ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার মুক্তি পায়।এর পর হতেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।
এবার ব্যাটম্যানের চরিত্রে প্রথমবারের মত অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন।
ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। যেখানে প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা। ’
ট্রেলারের শুরুতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেফতার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের বিখ্যাত গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
এর আগে২০০৮ সালে হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত ব্যাটম্যান সিরিজের চলচিত্র “দ্য ডার্ক নাইট ব্যাপক প্রশংসীত ও ব্যাবসায়ীক সফলতা পেয়েছিলো।
তবে ম্যাটস রিভস পরিচালিত এবারের এই সুপার হিরো মুভি দ্য-ব্যাটম্যান যে সম্পুর্ণ অন্য ঘড়নার হবে ট্রেলারেই তার আভাস পাওয়া যাচ্ছে।