বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির সময়টা ভালো যাচ্ছে না। তবে যত ঝড়ঝাপটাই আসুক ব্যক্তি জীবন হোক আর কাজের জায়গা হোক নিজেকে ভেঙে পড়তে দেন না তিনি। ঠিক সেই মুহূর্তে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমার নতুন একটি গান প্রকাশের খবর দিলেন পরী।
সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “আমার সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এই গানে পরীমণি ও সিয়াম দুজনেই দারুণ অভিনয় করেছেন।
আমার বিশ্বাস দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন। ”
শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম ও পরীমণি ছাড়াও আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু। সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে।