গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবহাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবহার বিরুদ্ধে হাতিরঝিল থানায় গায়ক ইলিয়াস হোসাইন মামলাটি দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সুবহা গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছেন।
আগাম জামিন পেয়ে সুবাহ গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব।
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। বিয়ের এক মাস না পেরোতেই সেই সংসারে ভাঙন শুরু হয়।ইলিয়াসের দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে আইনমাফিক তালাক না নিয়ে বিয়ে সহ অনেক অভিযোগ সংবাদ মাধ্যমে চলে আসে। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন নায়িকা সুবাহ। অন্যদিকে, সুবাহ তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেন বলে জানান ইলিয়াস। শুধু তাই নয়, তাকে প্রতিনিয়ত হুমকি দিতেন বলে অভিযোগ গায়কের।এই অভিযোগ এর পরিপেক্ষিতে দুইজন একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের সরনাপন্ন হন।