এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেন নায়িকা নিপুন।
গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায়ের পরই তার প্রতিক্রিয়ায় নিপুন বলেছিলেন তিনি এই আদালতে ন্যায় বিচার পান নাই,তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন।
নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিন সকালে ব্যারিস্টার মোস্তাফিজুর জানিয়েছিলেন, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আজই আমরা আপিল ফাইল করবো। প্রস্তুতি প্রায় শেষ দিকে।
উল্লেখ্য গত জানুয়ারির ২৮ তারিখে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচনে ভোটার দের ভোটে জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কিন্তু নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন তার প্রতিপক্ষ প্রার্থী নায়িকা নিপুন আক্তার। তার এই লিখিত অভিযোগ এর ভিত্তিতে সমাজ কল্যান অধিদপ্তরের এর নির্দেশ মোতাবেক নির্বাচনি আপিল বিভাগ ৫ ফেব্রুয়ারিতে জায়েদ কে অভিযুক্ত করে তার প্রার্থীতা বাতিল।করেন।নিপুণ আক্তার কে নতুন সাধারণ সম্পাদক ঘোসনা করেন।
এরপর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন জায়েদ খান।
এরই পদক্ষেপ হিসাবে ৭ ফেব্রুয়ারি জায়েদ খান হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করায় আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি চিত্রনায়িকা নিপুণ আক্তার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ দেন চেম্বার আদালত। একইসঙ্গে ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
১৩ ফেব্রুয়ারি নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আদালতে বলেন, হাইকোর্টের আদেশের অনুলিপি পেয়েছেন। তাই সিপি (লিভ টু আপিল) করবেন। এ দিন আদালত শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন রাখেন।
১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন সর্বোচ্চ আদালত। সে অনুসারে রুল শুনানি শুরু হয়।
আর গতকাল ২ মার্চ শুনানি শেষে আদালত তাদের রায়ে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের রায় কে বেআইনি ঘোসনা করে জায়েদ খান কে দায়িত্ব পালনের