হৃতিক রোশন, ভালোবেসে ভক্তরা তাকে ডাকে গ্রীক গড।সম্প্রতি টিভি চ্যানেল স্টার প্লাসে বিখ্যাত পরিচালক করন জোহরের শো ‘কফি উইথ করণ’ -এতে সালমান খান এবং আমির খানকে ঘিরে হৃতিকের একটি মন্তব্য নিয়ে নেট দুনিয়া বিতর্ক শুরু হয়।
করণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’-তে এসেছিলেন বলিউডের দুই সুপার স্টার হৃতিক রোশন,তার সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। সেই শো-তেই করণ যখন হৃতিককে প্রশ্ন করেন, সালমানএবং আমির-এই দুই ‘খান’-এর মধ্যে হৃতিক কোন ‘খান’-এর সঙ্গে কাজ করতে চাইবেন? হৃতিক উত্তর দেন, “দু’জনের উচ্চতাই সমান হওয়ায় কাউকে আলাদা করে পছন্দ করার নেই।” হৃতিকের এই মন্তব্য শুনেই গর্জে ওঠেন দুই খানের ভক্তরা। তাঁদের দাবি হৃতিকের উচ্চতা সালমান। এবং আমিরের থেকে বেশি বলে কটাক্ষ করেছেন হৃতিক। উল্লেখ্য , হৃতিকের থেকে সালমানের উচ্চতা বাস্তবেই কম এবং আমিরের উচ্চতা আরও কম।
ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সালমান এবং আমিরকে নিয়ে করা সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হৃতিক বলেন, “যাঁদের রসবোধ কম তাঁরাই আমার বক্তব্যের একটা অংশ তুলে নিয়ে অভিযোগ করছে। আমি সালমান এবং আমিরকে কোনওভাবেই অসম্মান করিনি। আমি বোঝাতে চেয়েছি উচ্চতাই হল একমাত্র জায়গা যেখানে আমি সালমান এবং আমিরের থেকে বেশি নম্বর পেতে পারি।” সেই সঙ্গে দুই ‘খান’কে সমীহ করে জানান, আমির এবং সালমান কিংবদন্তি, তাঁদের কাছে পৌঁছতে হৃতিকের এখনও অনেক বছর সময় লাগবে।