হৃতিক(Hritik Roshan) সাবার প্রেম এখন বলিউডের টক ওফ দ্য টাউন।সাবা আজাদ,এই নাম টা কয়েক দিন আগেও কতটা পরিচিত ছিলো তা বিবেচনার বিষয়।বলিউড সিনেমা বা হিন্দি ওয়েব সিরিজে প্রশংসনীয় অভিনয় করেও এত চর্চার মুখে পড়তে হয়নি তাঁকে। হৃতিক রোশনের হাতে হাত ধরে রেস্তরাঁ থেকে বেরোনোর পরে তাঁকে নিয়ে বিস্তর কৌতূহল মানুষের মনে। কি সম্পর্ক তাদের এই প্রশ্নের উত্তর খুঁজছেন হৃতিক-অনুরাগীরা। ‘বলিউড নায়িকা এবং পেশাদার গায়িকা সাবার প্রাক্তন প্রেমিক ইমাদ শাহ এ বার জল্পনার মাত্রা বাড়িয়ে দিলেন।
নাসিরউদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের ছেলে ইমাদের সঙ্গে যোগাযোগ করেছিলো ভারতীয় সংবাদমাধ্যম। তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে হৃতিকের সম্পর্কের বিষয় নিয়ে প্রশ্ন করতেই ব্যাপাটা এড়িয়ে গিয়ে তিনি বললেন, ‘‘আমি মিটিংয়ে আছি। এখন কথা বলতে পারব না।’’ দিন কয়েক আগে সাবাকে ফোন করে আর এক সংবাদমাধ্যম। তিনি ও এমাদের প্রশংগ টা উটতেই ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে যান।
তাদের এই এড়িয়ে যাওয়াটা ভক্তদের মাঝে আরো বেসি কৌতূহল এর সৃষ্টি করেছে।
এর আগেই হৃতিকের এক ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘হৃতিক ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসে। সাবার সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছে।
তবে অন্য একটি সূত্রের দাবি, সাবা এবং হৃতিক নাকি প্রেম করছেন না। তাঁরা সেই রেস্তরাঁয় গিয়েছিলেন কাজকর্ম নিয়ে কথা বলার জন্য।
এই জল্পনার সত্যি-মিথ্যে জানা যায়নি এখনও। তারকারা নিজে মুখ না খোলা পর্যন্ত তা হয়তো জানাও যাবে না।
উল্লেখ্য হৃতিকের আগে সাবা ইমাদের সাথে সাত বছর এক সাথে বসববাস করেন,এক সাথে থিয়েটার করতে গিয়ে তাদের পরিচয় ও প্রেম, ২০২০ সালে তাদের সম্পর্ক ভেংগে যায়।