জাতিরজনক বঙ্গবন্ধুর দেয়া ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষনকে উপজিব্য করে এবার নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র মাইক।
২০২০-২০২১ এর সরকারি অনুদান প্রাপ্ত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
গতকাল (৭ মার্চ) ঐতিহাসিক এই দিনেই চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডের শাহাবুদ্দিন চৌধুরীর বাড়িতে মাইকের প্রথম লটের শুটিং অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে পরিচালক এফ এম শাহীন বলেন,এটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র।আমার নিজের ও প্রথম শিশুতোষ চলচিত্র। বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রে যে সংকট তৈরি হয়েছে- আমার নির্মিত এই চলচ্চিত্র ‘মাইক’ আশার আলো দেখাবে।
তিনি বলেন, আমি বিগত দিনে আমার সংগঠন ‘গৌরব ৭১’ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্ম গড়ার লক্ষ্যে শিশুদের মনোবিকাশ বৃদ্ধির চেষ্টায় কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে শিল্পের অন্য কোনো মাধ্যম আমাদের চেতনার জগতে ততটুকু নাড়া দিতে যথেষ্ট নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে।
এই নির্মাতা আরো জানান, ‘মাইক’র পুরো শুটিং হবে লক্ষ্মীপুরে। দুই মাসব্যাপী জেলার দালালবাজার জমিদার বাড়িসহ বিভিন্ন স্পটে চলচ্চিত্রটির চিত্রায়ন হবে। ছবিতে অভিনয় করেছেন তারিক আনামা খান, তানভির সুইটি সহ আরো অনেকেই।চলতি বছরের আগস্টে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।