দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের নতুন বছর এবং দীপিকার জন্মদিনের উদযাপন অবশেষে শেষ হয়েছে। নতুন বছর উতযাপন এর জন্য বছরের শেষ দিকে তারা দেশ ছেড়েছিলেন এবং অবশেষে রাম লীলা জুটি শেষ পর্যন্ত গভীর রাতে মুম্বাই শহরে ফিরে এসেছেন।বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন একই রকম ক্যাজুয়াল আউটফিটে।
দুজনের পড়নেই ছিলো সাদা রঙ এর টি-শার্ট আর ক্যাজুয়াল জিন্স।রনবীর এর জিন্স টা ছিলো ৪ তালি দেওয়া আর দীপিকা কে দেখা গেছে একদমি ঢোলাঢালা ঘড়ের আরাম করে পড়া জিন্স এ।
ভক্তরা বলছেন উতযাপনে ক্লান্ত দম্পতি হয়ত ঘড়ের পোশাক পরিবর্তন এর কস্ট নিতে চাননাই,ঘড়ের পোশাকেই ঘড়ে ফিরেছেন।
তবে এই ক্যাজুয়াল আউট ফিটেও যথেস্ট আকর্ষণীয় লাগছিলো এই রাম-লিলা জুটিকে।