মিমের হানিমুনঃ ভালোবাসা কি আমি তা বুঝেছি শুধু তোমার জন্য।নিজের ফেসবুক পেইজে এভাবেই হানিমুনের কথা লিখেছেন মিম।
বিয়ে করেছেন মিম,এই খবর তো পুরানো।নতুন খবর বিয়ের দুই মাস পর মালদ্বীপে হানিমুনে গেছেন মিম।
মিম নিজেই তার ভক্তদের জন্য ফেইসবুক পেইজে হানিমুনের ছবি শেয়ার করেছেন।
ছয় বছর প্রেমের পর ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন মিম। এরপর চলতি বছরের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।হানিমুন শেষে খুব দ্রুতই আবার শুটিং এ ফিরবেন বলে দর্শক রা আশায় আছেন।