অনেক রোগ ভোগের পর গত মঙ্গলবার প্রয়াত হন বাপ্পী লাহিড়ী।বৃহস্পতিবার ছিলো তার সৎকার।জীবনের পুরাটা সময় শরীর ভরা সোনার গয়না আর চোখে কালো চসমা ছিলো এই ডিস্কো কিং এর ট্রেডমার্ক ভুষন।
শেষ যাত্রায় তাঁর গায়ে সোনা ওঠেনি বটে, কিন্তু কালো চশমায় চোখ ঢাকা হয়েছে তাঁর। জীবনের শেষ বেলা পর্যন্ত যে কালো চশমা তাঁর সঙ্গী ছিল, সৎকারের আগেও সেটি তাঁর সঙ্গেই।শেষ যাত্রায় ও তিনি যেন ডিস্কো কিং।
বাপ্পি লাহিড়ীর অন্তিম যাত্রার বিভিন্ন ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে,বাপ্পী পুত্র বাপ্পা-সহ আরও কয়েক জন প্রয়াত এই কিংবদন্তি কে তাঁর বাড়ি থেকে শববাহী গাড়িতে তুলছেন। পুরো দেহ সাজানো হয়েছে ফুলে ফুলে। চোখে পরানো হয়েছে সেই ট্রেডমার্ক কালো চশমা। শববাহী গাড়িকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। তাঁর রাজকীয় শেষ যাত্রা দেখতে হাজির ছিলো শত শত মানুষ।
উল্লেখ্য অনেক রোগ ভোগের পর মঙ্গলবার মধ্যরাতে ক্রিটিকেয়ার হাস্পাতালে অবস্ট্রাকক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয় এই ডিস্কো কিং এর।