themedia24- আমেরিকার বিনোদনের শহর লাস ভেগাসে প্রথম বারের মত একসাথে মঞ্চ কাপাবেন বাংলাদেশের দুই মেগা তারকা জেমস ও শাকিব খান।ওপার বাংলার সংঘটন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘের আয়োজনে ১-৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গ সম্মেলন।সেই আয়োজনে পারফর্ম করবেন দুই বাংলার ত জনপ্রিয় ব্যান্ড জেমসের ব্যান্ডদল নগর বাউল।এর আগে এই আয়োজনের শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান।
গত প্রায় চার দশক ধরে আমেরিকায় আয়োজিত হচ্ছে এই বঙ্গ সম্মেলন।
জমাকালো বঙ্গ সম্মেলনের এবারের আহ্বায়ক মিলন আওন জানিয়েছেন, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন এই মহা সম্মেলনে।
উল্লেখ্য নায়ক নায়ক শাকিব খান গত বছরের নবেম্বর থেকে স্থায়ীভাবে আমেরিকায় অবস্থান করেছেন।তিনি আমেরিকার ইবি-৩ ক্যাটাগরির ভিসা আবেদন করেছেন।