themedia24:ভ্যালেন্টাইন উপলক্ষে গত বুধবার আরটিভির নিজশ্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো নাটক পার্টনারশিপ আনলিমিটেড(ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া অনেক অনেক নাটকের মাঝে এই নাটকটিকে যথেষ্ট মানসম্মত মনে হয়েছে।সময়ের জনপ্রিয় জুটি নিশো-মেহেজাবিন অভিনীত এই নাটকের পরিচালনার গুরু দায়িত্ব পালন করেছেন মাহমুদুর রহমান হিমি।পুরো নাটকে পরিচালকের পরিকল্পনা ও পরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট। দেখে নেওয়া যাক এর খুটিনাটি বিষয় গুলো…
ভালো দিকঃভালো কাহিনী, ভালো সংলাপ ও মান সম্মত ক্লাইমেক্স,মানসম্মত অভিনয়,খুব ভালো মানের আবহ সংগীত।এডিটিং, কালার,শব্দধারন,চিত্রায়ন ভালো।নির্দেশনা বেস ভালো।
খারাপ দিকঃ গল্পের সমাপ্তি আরেকটু গোছনো হলে ভালো হতো।
কাহিনীঃ যোবায়েদ আহমেদের লেখা নাটকের গল্পটা খুব মৌলিক কোন কাহিনী না হলেও গল্পের প্লট টি ছিলো ভিষন সুন্দর।দুই বন্ধু (নিশো-মেহেজাবিন) এক সাথে নতুন ব্যাবসায়ীক প্রতিষ্ঠান শুরু করে। নিজেদের মধ্যেকার ভালোলাগা, প্রেম, বিরহ সব নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। এক পর্বের নাটক হিসাবে কাহিনী টা যথেস্ট মানসম্মত মনে হয়েছে।
কাহিনী -১০/৭
অভিনয়- এই নাটকের প্রধান ভুমিকায় অভিনয় করেছেন আফরান নিশো ও মেহেজাবিন। এছাড়াও ছিলেন সমু চৌধুরী, সৈয়দ বাচ্চু, কচি খন্দকার সহ আরো অনেকে।প্রত্যেকের অভিনয় ছিলো মানসম্মত।প্রধান চরিত্রে নিশো-মেহেজাবিন বরাবরের মতই দুর্দান্ত অভিনয় করেছেন।প্রতিটা চরিত্রের প্রতি নির্দেশক যে যথেষ্ট যন্তবান ছিলো তা প্রত্যেকের অভিনয়ে স্পষ্ট।
অভিনয়-১০/৮
সংগীতঃ সত্যি বলতে এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো এর আবহ সংগীত।অসাধারণ আবহ সংগীতের জন্য নাটকের প্রতিটা দৃশ্যও দর্শকদের উপভোগ্য লাগবে।আর এই অসাধারণ কাজটির দায়িত্বে ছিলেন আভরাল সাহির।এ আলম শুভর লেখায় এবং অবন্তী তিথীর কন্ঠের নাটকের টাইটেল সং “তুই আমার” এর সংগীত আয়োজনের দায়িত্বেও ছিলেন আভরাল সাহির।ভিশন শ্রুতিমধুর গানটি জনপ্রিয়তা পাবার সম্ভাবানা আছে।
সংগীত-১০/৯
চিত্রগ্রহন,সম্পাদনা,নির্দেশনা ও অন্যান্যঃ
চিত্রগ্রহনঃনাটকের চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার) ছিলেন নাইম ফুয়াদ, তার দৃশ্যধারন ও চরিত্রের উপস্থাপন যথেষ্ট ভালো ছিলো।
চিত্রগ্রহনঃ১০/৮
শব্দধারন-নাটকের সাউন্ড কোয়ালিটি বেশ মানসম্মত।
১০/৮
লোকেশন ও শিল্প নির্দেশনাঃ অফিসের লোকেশনেই নাটকের অধিকাংশ দৃশ্য ধারন করা হয়েছে।সেট ডিজাইন ছিলো সত্যি চমতকার।শিল্প নির্দেশক তার দায়িত্ব খুব যত্ন নিয়ে পালন করেছেন (যদিও নাটকে কোন শিল্প নির্দেশক এর নাম চোখে পড়ে নাই)।
১০/৮
সম্পাদনাঃসম্পাদনার দায়িত্বে ছিলেন রমজান আলি এবং তার কাজটা ঠিকাঠাকই করেছেন।এই নাটকের কালার গ্রেডিং পরিচালক স্বয়ং নিজেই করেছেন এবং যথেষ্ট মুন্সিয়ানার সাথেই করেছেন,খুব নরম একটা কালার প্লেট ব্যাবহার করা হয়েছে যা ভালোবাসার নাটকটিকে আরো উপভোগ্য করে তুলে।
সম্পাদনা-১০/৮
নির্দেশনা- পরিচালক মাহমুদূর রহমান হিমি এই নাটকে তার সর্বোচ্চ মুন্সিয়ানা দেখিয়েছেন।নাটকের প্রত্যেক টা বিষয়ে তিনি যত্নবান ছিলেন এবং একজন নির্দেশক হিসেবে প্রতিটা কাজের সমন্বয় অনেক ভালো ছিলো।
এই পরিচালকের আগের কিছু কাজের আলোকে এই নাটকটিকে মাস্টারপিস ই বলা যায়।সস্তার হিউমার আর ভিউসের পিছনে না ছুটে পরিচালক যে একটি ভালো শিল্পমানসম্মত নাটকের পিছে তার সময় ও পরিশ্রম বিনিয়োগ করেছেন এর জন পরিচালক একটা ধন্যবাদ পেতেই পারেন।
নির্দেশনা -১০/৮
ওভারঅল রিভিউ পার্টনারশিপ আনলিমিটেড -১০/৮
সব মিলিয়ে বলা যায় পার্টনারশিপ আনলিমিটেড একটি মানসম্মত, পরিবারের সবাইকে নিয়ে এক সাথে বসে দেখার মত উপভোগ্য ভালোবাসার নাটক।
একটি পাদটিকাঃ আর টিভি তার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এক পরিচালক, লেখক ছাড়া আর কোন টেকনিক্যাল স্টাফের নাম দেওয়া হয় নাই।একটি প্রডাকশন সবার কস্টের ফসল।সবার সম্ভব না হলেও সিনিয়ার টেকনিসিয়ান দের (মিউজিক,সিনেমাটোগ্রাফার,ইত্যাদি) নাম দেওয়াই যেতে পারতো।