এ বছরের প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত টান। প্রেক্ষাগৃহে নয় টান মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
আলোচিত পরিচালক রায়হান রাফি পরিচালনায় টান এর নিবেদক হিসাবে আছে বাংলাদেশের ই-কমার্শ সাইট দারাজ আর পরিবেশনার দায়িত্বে আছে চরকি।
ক্রাইম থ্রিলার ঘড়নার এ ছবিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে নায়ক সিয়াম এবং নায়িকা বুবলিকে।
গত ২১ তারিখে চরকির নিজশ্ব ইউ টিউব চ্যানেলে টান এর অফিসিয়াল ট্রেইলার মুক্তি পায়
টান এর মুক্তি উপলক্ষে নিজের ফেইসবুক ভিডিও তে এর পরিচালক এই ছবির বিষয়ে বলেন টান বাস্তব জীবনের হাসি কান্নার এক উপভোগ্য ছবি তবে ছবিতে সিয়াম এবং বুবলি দর্শক রা একটু ভিন্ন রুপে দেখবে। উপভোগ্য এই ছবির কাহিনী, গান সহ সব কিছুই দর্শক কে ভীষণ ভাবে বিনোদিত করবে বলেও তিনি আ্শাবাদ ব্যক্ত করেন।ছবিতে গান গেয়েছেন ইমরান, কনা সহ অনেকেই।
।