বিনোদন অংগনের সময়ের দুই আলোচিত চরিত্র জায়েদ খান ও হিরো আলম,হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে। কিন্তু জায়েদ খান ও হিরো আলম এখনও জীবিত।
ফেসবুক সুত্রে জানা গেছে কেউ মারা গেলে তার ফেসবকের বন্ধু ও ফলোয়ার রা তাকে উদ্দেশ্য করে ফেসবুকে রিমেম্বার রিপোর্ট করলে ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক ভাবে সেই আইডিকে রিমেম্বারিং দেখায়।এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া।এবছর অনেক তারকার প্রফাইল জীবিত থাকা অবস্থায় রিমেম্বার দেখা গিয়েছিলো।এবার সেই তালিকায় যোগ হলো জায়েদ খান ও হিরো আলমের নাম।
ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
এ বিষয়ে জায়েদ খান সংবাদ মাধ্যমকে জানান, ‘একটি চক্র আমার পেছনে লেগেছে। নির্বাচনকে কেন্দ্র করে চক্রটি তৎপর হয়ে উঠেছে। তারাই রিপোর্টে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে।’
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি জানি না এমনটা কেন ঘটেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না।