করন জোহরের ধর্ম প্রোডাকশনের তরফে আসন্ন ছবি ‘জুগ জুগ জিও’-র ঝলক প্রকাশ করার এক ঘণ্টার মধ্যেই শোরগোল উঠল। জনৈক প্রযোজক তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল এ সিংহ ধর্ম প্রোডাকশনের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ আনলেন।
বিশালের দাবি, ২০২০ সালে তাঁদের সংস্থার তরফে নথিভুক্ত করা একটি চিত্রনাট্যই নাম বদলে ব্যবহার করেছেন কর্ণ। যেটির নাম ছিল ‘বানি রানি’। সেখান থেকেই মূল ভাবনা ধার করে নাকি বানানো হয়েছে ‘যুগ যুগ জিও’-র চিত্রনাট্য!
একটি টুইট বার্তায়, বিশাল বলেছেন, তিনি ২০২০ সালের জানুয়ারিতে স্ক্রিন রাইটিং অ্যাসোসিয়েশন-এ ‘বানি রানি’ নামের চিত্রনাট্যটি রেজিস্ট্রি করিয়েছিলেন। তার এক মাস পরে তিনি ধর্ম প্রোডাকশনকে ছবিটি সহ-প্রযোজনার প্রস্তাব দেন, যার জন্য প্রযোজক সংস্থা থেকে ইতিবাচক উত্তরও পেয়েছিলেন তিনি। তার পরই দেখলেন তাঁকে না জানিয়ে ‘জুগ জুগ জিও’ তৈরি করেছেন কর্ণরা। বিশালের প্রশ্ন, “এটা কি ঠিক হল?”
আর একটি টুইটে বিশাল ১৭ ফেব্রুয়ারি, ২০২০-এ ধর্ম প্রোডাকশনে যে ইমেলটি পাঠিয়েছিলেন তার একটি স্ক্রিনশট সংযুক্ত করেছেন। লিখেছেন, ‘এ বার মামলা দায়ের করব।’