আগেই সবার জানা হয়ে গিয়েছিলো প্রবল আলোচিত ওয়েব সিরিজ মন্টু পাইলটের(Montu pilot দ্বিতীয় কিস্তিতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা(Mithila)
কিন্তু এর মধ্যে মিথিলা করোনা আক্রান্ত হওয়ায় নিদ্ধারিত তারিখের শুটিং পিছিয়ে দেওয়া হয়।
অবশেষে গতকাল ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ‘মন্টুপাইলট ‘ এর শ্যুটিং শুরু হয়ে গেল। প্রথম দিনে কলাকাতার কালীঘাট মন্দির চত্বরে হলো শ্যুটিং ।পরিচালক দেবালয় ভট্টাচার্যের বাংলা ওয়েব সিরিজর মন্টুপাইলটে শোলাঙ্কি রায় যে চরিত্রটি অভিনয় করছিলেন, সেই চরিত্রে এখন দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলাকাতার সৌরভ দাস।
এর আগে ২০১৯ এর ১৩ ই ডিসেম্বর ওটিডি প্লার্টফর্ম হইচই এ মুক্তি পেয়েছিলো ০৯ পর্বের মন্টু পাইলটের প্রথম কিস্তি।যৌন পল্লির ভিন্ন ধর্মীকাহিনি আর সোরভ -শোলাঙ্কি এর রোমান্স বরাবরেই আলোচনায় রেখেছিলো এই ওয়েব সিরিজ কে।এবার সৌরভ-মিথিলা টানটান রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা।