দক্ষিণী সিনেমা পুস্পা প্যান-ইন্ডিয়ান মুভি হিসাবে পুরা ইন্ডিয়া কাপাচ্ছে,সিনেমার মুল চরিত্রে আল্লু আরজুন এর সাথে সমান তালে চর্চা হচ্ছে দক্ষিণের সুপারস্টার নায়িকা সামান্থা কে নিয়ে, যার এই ছবিতে পর্দায় উপস্থিতি ছিলো মাত্র ৩ মিনিট একটি আইটেম গানে।এই প্রথম বারের মত এই নায়িকা খোলামেলা আইটেম গানে পারফর্ম করলেন।প্রশ্ন হচ্ছ এই চরিত্রের জন্য কত টাকা নিলেন সামান্থা?
এর আগে সবাই ধারনা করেছিলেন এই চরিত্রের জন্য দেড় কোটি রুপি পেয়েছেন।
তবে এবার ছবির সাথের জড়িত এক বিশ্বস্ত সুত্রের বরাতে বলা হচ্ছে এই গানের জন্য প্রায় পাচ কোটি রুপি নিয়েছেন সামান্থা।
সুত্রমতে ছবির এই আইটেম গানের ব্যাপারে সামান্থা একদমি রাজি ছিলেন না,পরবর্তীতে ছবির নায়ক আল্লু আর্জুন এর অনুরোধেই সামান্থা রাজি হয়।