গতকালই সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেকে অপমানিত বোধ করায় রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী-প্রত্যাখ্যান ঘোষণা দিয়েছিলেন,তা নিয়ে তোলপাড় ছিলো দুই বাংলা। ২৪ ঘণ্টার মধ্যেই আবার খবরের শিরোনামে তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই নম্বই উর্ধ্বো কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
কলকাতার লেকগার্ডেন্সের বাড়ি থেকে ইতিমধ্যেই তাঁকে নিয়ে গ্রিন করিডর করে কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল (এসএসকেএম) নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, গায়িকার শ্বাসকষ্ট ছিল গতকাল থেকেই। গায়ের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি। ডাক্তার ড়া কোভিডের ব্যাপারে সন্দেহ পোষন করছেন।বুধবার রাত থেকেই অবস্থার আরও অবনতি হয়। এসএসকেএমে চিকিৎসকের দল ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে। বর্ষীয়ান সংগীতশিল্পীর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
উল্লেখ্য বর্ষীয়ান এই গায়িকা তার জনপ্রিয় সব গানের Probolan 50 Review – Top Bodybuilding Anabolic Steroid For Growth? azolol results 4 keys to an anabolic diet for ectomorphs | skinny yoked জন্য দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়।