স্পাইডার -ম্যান (Spider-man) সিক্যুয়েল মুভি (নো ওয়ে হোম- No Way Home)এর জয়রথ চলছেই।করোনার এই মহামারি এর মধ্যে আমেরিকার বাইরে আন্তর্জাতিক বাজারে ১০০ কোটি ডলার(৮৭০০ কোটি টাকা)এর ব্যাবসা করেছে এই ছবিস্পাইডার -ম্যান (Spider-man) সিক্যুয়েল মুভি (নো ওয়ে হোম- No Way Home)এর জয়রথ চলছেই।করোনার এই মহামারি এর মধ্যে আমেরিকার বাইরে আন্তর্জাতিক বাজারে ১০০ কোটি ডলার(৮৭০০ কোটি টাকা)এর ব্যাবসা করেছে এই ছবি।আর আমেরিকায় ব্যাবসা করেছে সাড়ে তিহাত্তর কোটি (৭৩৫৮৮৬২৮০) ডলার যা আমেরিকার ইতিহাসে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ.
নো ওয়ে হোমের সামনে আছে জেমস ক্যামেরেনের আভাটার (৭৬ কোটি ডলার) তার মানে আর মাত্র আড়াই কোটি ডলার ব্যবসা করলে নো ওয়ে হোম চলে আসবে সর্বোকালের দ্বিতীয় সেরায়।
সিনেমার সাফল্যের কথা বলতে গিয়ে এর মুখ্য চরিত্রের অভিনেতা টম হল্যান্ড বলেন
“মানে, আমি সবসময় জানতাম যে এই ছবিটি সারা বিশ্বে পছন্দ হবে। আমি ভাবিনি যে এটি এতটা বিশাল হবে যতটা হয়েছে।”
এটি বেশ অবিশ্বাস্য যে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময় মুক্তি পাওয়ার সময় সর্বকালের সর্বোচ্চ আয়কারী কিছু চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হচ্ছে।
এ পর্যন্ত নো ওয়ে হোমের সর্বমোট আয় ১.৭৩ বিলিয়ন ডলার, ট্রেড এনালাইসিস দের মতে এই ছবি ২ বিলিয়ন ডলার ব্যবসা করবে।উল্লেখ্য মার্ভেল প্রডাকশন ও সনি পিকচার্স এর যৌথ প্রযোজনায় এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন জন ওয়াটস।