আবারো বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী তাসনুভা(Tasnuva Tisha) তিসা।এক বছর প্রেম করে আগামীকাল পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা
গেল সোমবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হয় তিশার গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
আগামীকাল ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হবু বর সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। তবে এই মাসেই পরবর্তীতে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
তিশার হবু বর সৈয়দ প্রিন্স আসকার একটি এজেন্সিতে কর্মরত।২০২০ সালের ডিসেম্বরে তার সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর আগে গত ডিসেম্বরে তাদের বাগদানের সংবাদ গনমাধ্যম কে জানান তিশা
উল্লেখ্য ২০১৫ সালে ফারজানুল হককে বিয়ে করেন তাসনুভা তিশা। বিচ্ছেদ হয় ২০১৮ সালে; এই ঘরে তাঁর এক সন্তান আছে।
২০২০ সালে ‘আগস্ট ১৪’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা।